ইনসাইড ক্যারিয়ার

ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার সময় এখনই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2017


Thumbnail

বরিশাল বিএম কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছে সমিত। পড়াশুনা শেষ করেই চাকরির জন্য পড়াশুনা করছে সে। তাঁর আশা সরকারি কোনো ব্যাংকে চাকরি করবে। এপর্যন্ত কয়েকটি ব্যাংকে পরীক্ষাও দিয়েছে সে।

ব্যাংকের পরীক্ষাগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তাই কিছুদিন পর পরই পরীক্ষা দেওয়ার জন্য সমিতকে ঢাকায় আসতে হয়। তাই তাঁর ভালো পরিমাণ টাকা খরচ হয়। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য এত টাকা খরচ করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। সেই ভোগান্তি কমাতেই ব্যাংকগুলো এবছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করেছে।

একটা সময় ছিল যখন এক একটি সরকারি ব্যাংকে আবেদন করতে গেলে ১৫০-৫০০ টাকা খরচ হতো। এত টাকা খরচ করে সব ব্যাংকে পরীক্ষা দেওয়ার সক্ষমতা সবার ছিল না। তাই অনেক বুঝেশুনে চাকরি প্রার্থীরা ব্যাংকের জন্য আবেদন করতো। পরে অবশ্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্যাংকে নিয়োগ পরীক্ষায় আবেদন ফি নেওয়া বন্ধ হয়। আর ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের আওতায় অন্যান্য সরকারি ব্যাংকগুলো অনলাইনে আবেদন করার পদ্ধতি আরও সহজ হয়। নতুন পদ্ধতিতে একজন চাকরি প্রার্থী কোনো খরচ ছাড়াই সরকারি ব্যাংকগুলোতে আবেদন করতে পারছে।

এইরকম সুবিধা করে দেওয়ার পরও চাকরি প্রার্থীদের সমস্যা হচ্ছিল। কারণ ব্যাংকের পরীক্ষাগুলোর সিট পরে ঢাকাতে। কিছুদিন পর পর পরীক্ষা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তাঁদের পরীক্ষা দিতে হয়। বার বার ঢাকায় এসে পরীক্ষা দিতে হয় বলে তাঁদের আর্থিক সমস্যা ও সময় নষ্ট হচ্ছিল। কিছুদিন আগে বিভিন্ন ব্যাংকগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষারনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় এই সমস্যা অনেকখানি দূর হয়েছে।
ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরলে সরকারি-বেসরকারিঅনেক অনেক ব্যাংক দেখা যায়। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এত এত ব্যাংকে চাকরি হয় কাদের? আসলে বিসিএসের মতো ব্যাংকের পরীক্ষাও প্রতিযোগিতামূলক। তাই প্রতিযোগিতা করেই সময়োপযুক্ত এই চাকরি পেতে হয়।

নতুন নিয়োগ বিজ্ঞপিতে সিনিয়র অফিসারপদে মোট ১৬৬৩ জন নেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে যথাক্রমে ৫২৭, ১৬১, ২৮৩, ৩৯, ৩৫১, ২৩১, ০১ ও ৭০ জন নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে অফিসার পদে মোট তিন হাজার ৪৬৩ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে যথাক্রমে ৩৬৩, ১৯০, ৬৯৯, ১৮, ১৭২২, ৪৫৫ ও ১৬ জন নিয়োগ দেওয়া হবে।

অফিসার (ক্যাশ) পদে মোট দুই হাজার ২৪৬ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ কৃষি ব্যাংক এ যথাক্রমে এক হাজার ২৭৪, ৬৩৩, ২১ ও ৩১৮ জন নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশে অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা মনে করে ব্যাংকে পরীক্ষা দিতে রেজাল্ট অনেক ভালো থাকতে হয়। ধারণাটি ভুল। স্নাতক পাশ এবং রেজাল্ট মোটামুটি হলেইপরীক্ষা দেওয়া যায়। সুযোগ-সুবিধা ভালো থাকায় দিনে দিনে ব্যাংকিং সেক্টরে চাকরি করার আশা প্রার্থীদের বাড়ছে। এবারের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকিং সেক্টর সেসব প্রার্থীদেরজন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে www.erecruitment.bb.org.bd তে যোগাযোগ করতে হবে। 

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭