ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের আক্ষেপের এক রাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2021


Thumbnail

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে জামালরা খানিকটা মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। অন্যদিকে দশরথ স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়লেন নেপালের ফুটবলাররা। একে অপরকে ঝাঁপটে ধরে ভাগাভাগি করলেন আনন্দ। বাল গোপাল মহারজন যেটা পারেননি ১৯৯৯ সালে ফুটবলার। কোচ হয়ে সেটা করে দেখালেন ২২ বছর পর।

১৯৯৯ সাফ গেমসে এই দশরথে বাংলাদেশ আলফাজের একমাত্র গোলে জিতেছিল। ২২ বছর পর ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ২-১ গোলে হারিয়ে যেন সেই হারের মধুর প্রতিশোধ নিল। 

ম্যাচের দুই গোলেই প্রথমার্ধ। দুটি গোলের পেছনেই ডিফেন্ডারদের দায় রয়েছে। ১৮ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয় গোল আসে ৪২ মিনিটে।

এর আগে দুই গোল খেয়ে বাংলাদেশ দিশেহারা ছিল। প্রথমার্ধে সেভাবে আক্রমণও করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে এসে ভারতকে এক গোল শোধ দিয়েছে জেমি ডের শিষ্যরা। ৮২ মিনিটে অধিনায়ক জামালের কর্নার থেকে হেডে গোল করেন মাহবুবুর রহমান সুফিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭