কালার ইনসাইড

কৃষক হতে চান ফেরদৌস আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/03/2021


Thumbnail

বাংলাদেশে চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ফেরদৌস আহমেদ। অভিনয়ের পরই তার কৃষি কাজের প্রতি একটা বিশেষ ঝোঁক রয়েছে। রাজধানীতে নিজ জমিতে সবজি চাষ করছেন তিনি। তাছাড়া তার বাসার ছাদে একটি ছাদ বাগানও করেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে যদি আমি পেশা বদল করি, তাহলে কৃষিকাজই করব।

তিনি আরও বলেন, `শুটিংয়ে সারা দেশ যখন ঘুরতে হয়, তখন কোথায় কী ফল-ফসল হচ্ছে, সেসব আমি খেয়াল করি। কারণ এসবের প্রতি আমার অন্য রকম একটা আগ্রহ আছে।` কৃষিকাজ কেন পছন্দ করেন সে প্রসঙ্গে তিনি বলেন, `কালচার আর এগ্রিকালচারের মধ্যে একটা যোগাযোগ আছে। কারণ দুটোই সৃজনশীল কাজ।`

এসিআই–দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০-এর আসর বসতে যাচ্ছে ২ এপ্রিল বিকেলে। এ অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রোববার এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ফেরদৌস বলেন, `আমার মায়ের বাড়ির ছাদে নানা রকম শাক-সবজি জন্মে। সেদিন দেখলাম, সেখানে আখ হয়েছে। মা আমাকে আখ খেতে দিলেন। দেখলাম বরই হয়েছে। মায়ের বয়স আশির কোঠায়, তবু মা এখনও সুস্থ্য আছেন। করোনাকালে মায়ের বেশিরভাগ সময় কেটেছে তাঁর ছাদবাগানে।`

তাছাড়া ঢাকার পাশে তিশ শ ফিট এলাকায় তার ছোট্ট একটা জায়গা আছে। জানালেন সেখানে ফুলকপি, বাঁধাকপি, বেগুনসহ নানা রকম সবজি চাষ করেছেন তিনি। সেখানকার সবজি নিয়মিত রান্না হয় তাঁর বাড়িতে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭