ইনসাইড বাংলাদেশ

দেশে সব নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/04/2021


Thumbnail

দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় ১১ এপ্রিল নির্ধারিত সব নির্বাচন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সংসদের উপ নির্বাচনগুলো স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেল ৩টা থেকে ইসির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তিনি এতথ্য জানান।

এর আগে, গত ৩ মার্চ নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে ১১ পৌরসভা এবং ৩৭১ ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চন ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল ২৪ মার্চ।

১১ পৌরসভার মধ্যে রয়েছে-পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী ও যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭