ওয়ার্ল্ড ইনসাইড

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2017


Thumbnail


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেলে টাইমস স্কয়ারের ‘ম্যারিয়ট মারকুইজ’ হোটেলের বল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মো. আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ২০ টি অঙ্গরাজ্য থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন।

একই দিনে নিউইয়র্কে ইউএনএইচকিউ এর সম্মেলন কক্ষে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওআইসি যোগাযোগ গ্রুপের সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

আগামীকাল ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। একই দিন তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

জাতিসংঘের অধিবেশন শেষে ২৫ সেপ্টেম্বর ভার্জিনিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানেই ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে কিছুদিন অবসর কাটাবেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর ছেলের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তাঁর জন্মদিন পালন করবেন। এক সপ্তাহের অবসর কাটিয়ে আগামী ২ অক্টোবর দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭