ইনসাইড গ্রাউন্ড

থমকে যাচ্ছে বাংলাদেশের ফুটবলও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2021


Thumbnail

দেশের ক্রীড়াঙ্গনে এখন বাংলাদেশ গেমস চললেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু ইভেন্ট পরিচালনা করছে। ৩১ মার্চ থেকে শুরু হয়েছে নারী ফুটবল লিগ। এছাড়াও চলছে তৃতীয় বিভাগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। আগামী পরশু সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা আসায় সঙ্কটের মুখে পড়েছে ফুটবল প্রতিযোগিতাগুলো।

বাফুফে নির্বাহী সদস্য ও নারী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন এখনো আসেনি। প্রজ্ঞাপনের পর আমরা সিদ্ধান্ত নেব। সরকার লকডাউন দিলে আমরা খেলা স্থগিত রাখতে পারি। সরকারি নির্দেশনা তো মানতে হবে।’

বাফুফে সহ-সভাপতি ও মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানও স্থগিতের ইঙ্গিত দিয়ে রাখলেন, ‘প্রজ্ঞাপনে অবশ্যই কিছু নির্দেশনা থাকবে। সেই নির্দেশনা মেনে যদি খেলা আয়োজন করা যায় তাহলে হবে। আর নির্দেশনায় যদি সে রকম না থাকে তাহলে অবশ্যই স্থগিত রাখতে হতে হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭