ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশে ফুটবলের সব কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2021


Thumbnail

সরকার পুরোপুরি লকডাউন ঘোষণা না করলেও যান চলাচলসহ আরও অনেক বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের নির্দেশনা অনুসরণ করে আগামীকাল (সোমবার) থেকে সকল ফুটবলীয় কার্যক্রম বন্ধ রাখছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আজ (রোববার) বিকেলে এই প্রসঙ্গে বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা আগামীকাল থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ, নারী ফুটবলসহ সব স্থগিত রাখছি। লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ পর লিগগুলো পুনরায় শুরু হবে।’

৯ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। স্বাভাবিকভাবেই সেটা পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় লেগ শুরুর আগে চলছে মধ্যবর্তী দলবদল। মধ্যবর্তী দলবদল শেষ হওয়ার সময়সূচি ৭ এপ্রিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭