কালার ইনসাইড

`সারাজীবন স্টুডেন্ট থাকতে চাই, শিক্ষক হতে চাই না`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2021


Thumbnail

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি বাংলা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র পুরষ্কারও পেয়েছেন তিনি। এর আগেও অভিনয়ে দক্ষতা দেখিয়ে জিতেছেন বেশ কয়েকটি পুরষ্কার। এখনো তিনি শিখছেন, জানছেন। তাই নতুন করে জানতে, নিজের শিক্ষাকে ঝালিয়ে নিতে পৌঁছে গিয়েছিলেন বসুশ্রী সিনেমায় `আর্টহাউজ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল`-এ। সেখানে দর্শকের আসনে বসে ছবি এবং অভিনয় নিয়ে আলোচনা শুনলেন তিনি।

অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাজের সূত্রেই, লকডাউন পরবর্তী সময় কলকাতা এসেছেন জয়া। ফেসবুকে এই চিত্র উৎসবের পোস্ট দেখে, সেখানে যাওয়ার লোভ সামলাতে পারেননি অভিনেত্রী।  জয়ার কথায়, `আমি সারা জীবনই স্টুডেন্ট হয়ে থাকতে চাই, কখনো শিক্ষক হতে চাই না`।

তিনি আরও বলেন, `এখানে এসে মনে হল আক্ষরিক অর্থেই অনেক কিছু শিখে গেলাম।`

সে দিনের আলোচনার বিষয়বস্তু ছিল `অভিনয় রক্তে থাকে নাকি শিখতে হয়`। ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অতনু ঘোষের মতো শিল্পীরা উপস্থিত হয়েছিলেন এ বিষয় নিয়ে আলোচনা করতে। সঞ্চালকের ভূমিকায় ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭