ইনসাইড বাংলাদেশ

সব খোলা; বন্ধ শুধু গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2021


Thumbnail

সারাদেশে চলছে লকডাউন৷ তবে সীমিত পরিসরে সবই খোলা রয়েছে৷ চলছে সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম৷ কিন্তু যারা এ কর্ম সম্পাদন করবেন, সেই কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাস্তায় নেই কোনো গণপরিবহন৷ যানবাহন বলতে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা৷ ফাঁকে ফাঁকে চলছে ব্যক্তিগত গাড়িও৷ তবে সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা লক্ষ্য রাখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷

সোমবার (০৫ এপ্রিল) লকডাউনের প্রথমদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকাঘুরে এ দৃশ্য দেখা যায়৷ রাজধানীজুড়েই অফিসগামী মানুষের দুর্বিষহ ভোগান্তি চোখে পড়ে৷

শান্তিবাগ থেকে আগারগাঁওয়ে অফিস করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানভীর পারভেজ৷

তিনি বলেন, সব কিছু খুলে রেখে কিসের লকডাউন? অফিস খোলা, কিন্তু রাস্তায় কোনো বাস নেই৷ আপনিই বলেন, শান্তিবাগ থেকে কীভাবে আমি আগারগাঁও যাবো?

এদিকে, গণপরিবহন না থাকার প্রতিবাদে সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন কর্মস্থলগামী সাধারণ মানুষ। এতে যানজটের সৃষ্টি হয়। পরে সাড়ে ৯টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়৷



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭