লিট ইনসাইড

ঝড়ে বিধ্বস্ত, লকডাউনে ক্রেতা শুণ্য বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2021


Thumbnail

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে এক সপ্তাহের লকডাউন চলছে দেশে। তবে এই লকডাউনে গণপরিবহণ বন্ধ এমনকি বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বের হতে নিষেধাজ্ঞা দিলেও খোলা রয়েছে বই মেলা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বইমেলা। তবে মেলা চালু থাকলেও দর্শনার্থী নেই বললেই চলে। এমকি বন্ধ ছিল বেশ কয়েকটি বইয়ের স্টলও। 

এদিকে, গতরাতের ঝড়-বৃষ্টিতে বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে বইমেলার। বৃষ্টির পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাভিলিয়নের মেঝে এবং সেখানে থাকা বইগুলো। তাছাড়া ঝড়ের কবলে ভেঙে পড়ে উত্তর পাশে সীমানার টিন। এমনকি বইয়ের দোকানসহ বিভিন্ন কোম্পানির ব্যানার ও পোস্টার ছিড়ে গেছে। মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, অনেকেই রাতের ঝড় ও বৃষ্টিতে ভিজে যাওয়া বই রোদে শুকাচ্ছেন। কেউবা ঝড়ে ধুলাবালি জমা বই ঝাড় দিচ্ছেন।

এবারের মেলায় করোনা সংক্রমণরোধে মেশিনে শরীরের তাপমাত্রা মেপে দর্শনার্থী প্রবেশ করানো হচ্ছে। ভেতরে প্রবেশের পর পুরুষ ও নারীদের জন্য আলাদা স্যানিটাইজার দেয়ারও ব্যবস্থাও রাখা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭