ইনসাইড আর্টিকেল

রোহিঙ্গা ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2017


Thumbnail

রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে সরকার পতনের একটি পরিকল্পনা ভেস্তে গেছে। পরিকল্পনাটির নীলনকশা করেছিল তারেক জিয়া, যুদ্ধাপরাধীদের সন্তানরা এবং জামাত। তারেক জিয়া লন্ডনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) একটি গ্রুপের সঙ্গে বৈঠক করেন। আতা উল্লাহর নেতৃত্বে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এআরএসএ স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার জন্য সশস্র সংগ্রাম করে। একাধিক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, ২৪ আগস্ট মিয়ানমার সরকার কফি আনান রিপোর্ট প্রকাশ করে। এর পরদিনই এআরএসএ চারটি থানা এবং একটি সেনা ছাউনিতে আক্রমণ করে। এরপরই মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে মুসলিম নিধনে নামে। মিয়ানমার সরকার আরাকান স্যালভেশন আর্মিকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। অনেকেই মনে করে, এটি ছিল লন্ডন পরিকল্পনার অংশ। তারা জানত, সশস্র আক্রমণের পর মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর আক্রমণ করবে এবং রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেবে। এখানেই তারেক জিয়ার নীলনকশার সূচনা। তারেক জিয়া আশা করেছিল বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানাবে। এতে হেফাজতসহ চরমপন্থী ইসলাম পছন্দ দলগুলো ক্ষোভে ফেঁটে পড়বে। দ্রুত জনপ্রিয়তা হারিয়ে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। মিয়ানমারে সন্ত্রাস করে একটা পরিস্থিতি সৃষ্টির জন্য তারেক এবং তাঁর সমমনা যুদ্ধাপরাধীদের সন্তানরা এআরএসএ কে আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়েছিল বলে জানা যায়। এজন্য রোহিঙ্গা ইস্যু শুরুর সঙ্গে সঙ্গে বিএনপি মাঠে নামে। কিন্তু প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় পরিস্থিতি পাল্টে যায়। নীলনকশার প্রথম অংশটি ভেস্তে যায়।

তবে একাধিক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, এটা হলো নীলনকশার প্রথম পর্ব, যেটা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় পর্বটি নিয়ে এখনো চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, মিয়ানমার থেকে যারা পালিয়ে বাংলাদেশে আসছে তাঁরা সবাই নিরীহ নয়। এরা সবাই যে প্রাণভয়ে আসছে তাও নয়। এদের মধ্যে অনেকেই আরাকান স্যালভেশন আর্মির সদস্য। এছাড়াও ভারত দাবি করেছে, পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে আইএস এর প্রশিক্ষিত জঙ্গিরাও রয়েছে। বিএনপি-জামাত এই সব বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গিদের নিয়ে দেশে নাশকতার পরিকল্পনা করতে পারে বলে ইতিমধ্যেই গোয়েন্দা সতর্ক করেছেন। পাশাপাশি, বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে স্বাধীন আরাকানের জন্য সশস্র যুদ্ধ করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বড় রকমের ঝুঁকিতে পড়বে।

অবশ্য এই সব নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো সরকারের মাথায় আছে বলে জানিয়েছেন, সরকারের সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মাটি কখনো জঙ্গিবাদের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে শুধুমাত্র মানবিক কারণে।’ তাঁর মতে, বিএনপি সব সময়ই ষড়যন্ত্র করে কিছু একটা করতে চায়, এটা দেশবাসী জানে, তাই অন্য ষড়যন্ত্রের মতো এটাও ব্যর্থ হবে।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭