ওয়ার্ল্ড ইনসাইড

১৯ এপ্রিলের মধ্যে সবার জন্য টিকা, ঘোষণা বাইডেনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

আগামী ১৯ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

জো বাইডেন বলেন, ১৯ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক টিকা পাওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

এএফপির খবরে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার কথা ছিল আগামী ১ মে থেকে। এবার তা এগিয়ে আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেছেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে। টিকা নেওয়ার বিষয়টি আমরা আরও সহজ করতে চাচ্ছি। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৫ কোটি ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রথম দেশ হিসেবে ৬ কোটি ২০ লাখ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।’

ক্যালিফোর্নিয়ায় ১৫ জুন থেকে ব্যবসা-বাণিজ্য পুরোদমে খুলে দেওয়ারও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭