ইনসাইড গ্রাউন্ড

তসলিমার টুইট ইসলামবিদ্বেষী: মঈনের বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

মঈন আলিকে নিয়ে সম্প্রতি বিতর্কিত এক টুইট করেছেন তসলিমা নাসরিন। এরপরই পড়েছেন তোপের মুখে। ইংলিশ ক্রিকেটারদের পর এবার তার দারুণ সমালোচনা করেছেন মঈনের বাবা মুনির আলী। টুইটটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে জানালেন, তসলিমার মুখের ওপরই এর জবাব দেবেন তিনি।

আসছে আইপিএলে বিয়ার প্রস্তুতকারকদের বিজ্ঞাপন জার্সিতে নিয়ে মাঠে নামার কথা মঈনের দল চেন্নাই সুপার কিংসের। ব্যক্তিগত জীবনে বেশ ধার্মিক মঈন আলি তার জার্সি থেকে সে সংস্থার লোগো সরানোর জন্য অনুরোধ করেন সম্প্রতি। সে দিকে ইঙ্গিত করেই গত মঙ্গলবার টুইট করেন তসলিমা। লেখেন, ‘ক্রিকেটার না হলে মঈন আলি নিশ্চিতভাবেই সিরিয়ায় চলে যেতেন, আইএসে যোগ দিতে।’

এরপরও সমালোচনা পিছু ছাড়ছে না এ সাহিত্যিকের। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈনের বাবা মুনির ক্ষোভ ঝেড়েছেন তার ওপর।

‘আমার ছেলের বিপক্ষে করা এমন জঘন্য মন্তব্যে আমি হতবাক ও ব্যথিত। এরপর তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন সেটা নাকি রসিকতা ছিল, তিনি নাকি কথা বলেছেন মৌলবাদের বিরুদ্ধে! আমার তো মনে হয়, আয়নার সামনে দাঁড়ালে তিনি বুঝবেন যে কী লিখেছেন তিনি। তার এ কথা এসেছে ইসলামের বিরুদ্ধে। কোনো মানুষের আত্মসম্মান ও অন্যের প্রতি সম্মান না থাকলে এত নিচে নামতে পারে।‘

ইংলিশ ক্রিকেটারের বাবা জানালেন, কখনো দেখা হলে মুখের ওপরই এর জবাব দেবেন। বললেন, ‘সত্যি বলতে আমি অনেক ক্ষুব্ধ। তবে রাগ নিয়ন্ত্রণ না করলে লোকজন আমাকেও ছেড়ে কথা বলবে না। তবে যদি কোনোদিন তার সঙ্গে কথা হয় আমার, আমি তাকে বলবো রসিকতার মানে অভিধানে খুঁজতে। তখন আমি তাকে মুখের ওপরই তার জবাব দেব।’

তিনি আরও যোগ করেন, ‘কাউকে নিয়ে না জেনে তাকে নিয়ে এমন মন্তব্য করা উচিত না। এরপর আবার একে রসিকতা বলে উড়িয়ে দেওয়া! উনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমন নয় আদৌ। আমার ছেলেকে নিয়ে তিনি এমন বলেছেন, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। গোটা ক্রিকেট বিশ্ব জানে মঈন কেমন মানুষ।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭