ইনসাইড বাংলাদেশ

গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির বালাই, আছে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড ভাঙছে নিয়মত। প্রতিদিনই এখন মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার লকডাউনের ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করলেও তৃতীয় দিনের মাথায় এসে গণপরিবহন চলাচলের শিথিলতা তুলে নেয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা গণপরিবহন চলাচলের কথা জানানো হয়।

বুধবার (৭ এপ্রিল) থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করলেও নেই স্বাস্থ্যবিধির বালাই। স্বাস্থ্যবিধি মেনে বাসে হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা থাকলেও তা দেখা যায়নি। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও। কিন্তু আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ঢাকার ব্যস্ততম বেশকিছু এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের দোকান, যানবাহন চলাচল, রাইড শেয়ারিং, ব্যাংকে লেনদেন, মেট্রো রেলের নির্মাণ কাজ, বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি ফিলিং স্টেশন, খাবার হোটেল এবং দোকানসহ অন্যান্য কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে।

এর ফলে করোনা সংক্রমণ রোধে যে লকডাউন দেয়া হলো তা অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭