ওয়ার্ল্ড ইনসাইড

মস্কোয় প্রতিনিধি অফিস খুলতে চায় হিজবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ তাদের একটি  প্রতিনিধিত্বমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয়। বিষয়টি দুই পক্ষের বিবেচনাধীন রয়েছে, এমনটাই জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে।

গেল মার্চে হিজবুল্লাহর একটি প্রতিনিধিদল এবং সেই সময় দু’পক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গত ১৫ মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হিজুবল্লাহর প্রতিনিধিদলকে মস্কোয় স্বাগত জানান। 

হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্য মোহাম্মাদ রা’দ। রাশিয়ার অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং হিজবুল্লাহর সঙ্গে আগে যে বৈঠক হয়েছিল তার চেয়ে এবারের বৈঠক ভিন্ন বলে ধারণা করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭