ইনসাইড গ্রাউন্ড

বিদেশিদের চেয়ে ভারতীয়দের মানসিক শক্তি বেশি: গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

ভারতীয় গণমাধ্যমে আইপিএলের জৈব সুরক্ষাবলয় নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ নিজেই বনে গেছেন ‘দার্শনিক’। সে সাক্ষাৎকারেই আবার ইংলিশ ও অস্ট্রেলিয়ানদের চেয়ে ভারতীয়দের একটা জায়গায় এগিয়ে থাকার কথা বললেন ভারতের কিংবদন্তি অধিনায়ক। কোন জায়গায়? জৈব সুরক্ষাবলয়ে থাকার সময়ে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেটাররা অনেক এগিয়ে।টানা জৈব সুরক্ষা বলয়ে থেকে অনেক ক্রিকেটারই মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকেন। মানসিক অবসাদ থেকে দূরে থাকতে অনেক সিরিজ থেকেই নিজেদের সরিয়ে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন বিদেশিদের চেয়ে ভারতীয়দের মানসিক শক্তি বেশি।

ভারতের ক্রিকেটারদের সহ্য ক্ষমতারও প্রশংসা করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি। তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটারকে দেখেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে হতাশা প্রকাশ করতে। এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেছেন, `আমি মনে করি যে, ভারতীয়দের সহ্যশক্তি বিদেশিদের তুলনায় একটু বেশি। আমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্টে ইন্ডিজের বহু ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। ওরা মানসিক স্বাস্থ্য নিয়ে হতাশা প্রকাশ করত।`

যদিও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকা কঠিন বলেই মনে করেন তিনি। গাঙ্গুলির ভাষ্য, `গত ৬-৭ মাসে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে প্রচুর ক্রিকেট খেলা হয়েছে। এটা সত্যিই কঠিন। হোটের রুম থেকে মাঠে যাও, চাপ সামলে ফিরে এসো হোটেল রুমে, আবার হোটেল থেকে মাঠে যাও, এটা সম্পূর্ণ অন্য জীবন।`

অস্ট্রেলিয়া দলের দক্ষিণ আফ্রিকার সফরের প্রসঙ্গ টেনে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেছেন, `অস্ট্রেলিয়া দলের দিকে তাকান, ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর ওদের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। তবে ওরা যেতে অস্বীকার করে। করোনার আশঙ্কা সবজায়গায়। আপনাকে সব সময় ইতিবাচক থাকতে হবে। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭