কোর্ট ইনসাইড

পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

ইন্টারন্যাশনাল লিজিং থেকে টাকা নিয়ে ফেরত না দেয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১২৯ জনকে আগামী ২৪ ও ২৫ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

গত ১৬ মার্চ হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। ওই আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে আজ বুধবার (৭ এপ্রিল)। এরপর আগামী ২৪ ও ২৫ তারিখ এ বিষয়ে পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে বলেও আদেশে বলা হয়েছে।

গত ১৬ মার্চ আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭