ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে আবারও নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

মিয়ানমারে সেনাবিরোধী আন্দোলন চলছেই। আবারও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এতে ৭ জন নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।  

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে শিশুরাও আছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এ তথ্য জানিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭