ইনসাইড গ্রাউন্ড

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পন্সর দারাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

করোনাকালে জাতীয় দলের স্পন্সর পেতেও সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। মহামারীর কারণে শুধু সিরিজ বাই সিরিজ স্পন্সরদের সঙ্গে চুক্তি করে এসেছিল বিসিবি। তবে এবার দীর্ঘ মেয়াদে স্পন্সরের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে বোর্ড। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের জার্সির স্পন্সর হিসেবে থাকবে অনলাইন মার্কেটপ্লেস দারাজ। স্পন্সরশীপের আওতায় থাকবে জাতীয় পুরুষ-নারী দল, জাতীয় ‘এ’ পুরুষ-নারী দল ও জাতীয় অনূর্ধ্ব-১৯ পুরুষ-নারী দল।

বাংলাদেশ দলের কিট স্পন্সর হিসেবে থাকছে হাংরিনাকি। চুক্তি অনুযায়ী ৭ এপ্রিল ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবে এই দুইটি প্রতিষ্ঠান। অর্থাৎ ২০২৩ বিশ্বকাপের পর শেষ হবে চুক্তি।

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, ‘এটা আমাদের জন্য একটা শুভ মুহূর্ত, কারণ দেশের জন্য কিছু করার সুযোগ পাওয়াটা দারুণ প্রশান্তি দেয়।`

`জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়ে আমরা খেলার সাথে জড়িত আবেগ ও গৌরবের অংশ হলাম। আমরা অনাগত বছরগুলোতে অনেক সাফল্য উদযাপন করতে মুখিয়ে আছি` আরও যোগ করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭