ইনসাইড বাংলাদেশ

রিসোর্টে হামলার ঘটনায় মামুনুলের বিরুদ্ধে তিন মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে তিনটি মামলা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে তিনটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। আর সাংবাদিক বাদী হয়ে একটি মামলা করেছে। সাংবাদিকের মামলা একজনকে আটক করা হয়েছে।

এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মামলায় মোহাম্মদ মোস্তফা নামের একজনকে আটক করা হয়েছে। আটক মোস্তফা সোনারগাঁও সামনদী এলাকার নুরুল ইসলামের ছেলে। সে একজন হেফাজত কর্মী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭