ইনসাইড গ্রাউন্ড

বাফুফেকে উপদেষ্টা দিচ্ছে ফিফা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

গত দুই দিন ফিফা-বাফুফের আর্থিক বিষয় নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ (বুধবার) এ বিষয়ে কথা বলেছেন। এ মাসের মধ্যে ফিফা বাফুফেকে আর্থিক বিষয়ের জন্য একজন কনসালটেন্ট (উপদেষ্টা) দিবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘সাম্প্রতি ফিফার অনুদান দিয়ে অনেক কথা হচ্ছে। এজন্য আমি সাধারণ সম্পাদককে বলেছি, ফিফার সঙ্গে যোগাযোগ করতে। ফিফা আমাদের জানিয়েছে এই মাসের মধ্যেই বাফুফেকে একজন উপদেষ্টা দেবে।’

উপদেষ্টার প্রয়োজনীয়তার কারণ ব্যাখ্যা করলেন সালাহউদ্দিন এভাবে, ‘আমরা অনেক সময় ফিফার কম্পালাইন্স বুঝি না। একজন কনসালটেন্ট দিলে আমরা এই বিষয়ে আরো ভালো কাজ করতে পারব। তখন আর ফিফার প্রশ্ন থাকবে না।’

ফিফা থেকে করোনা ফান্ড না পাওয়ায় নিয়মিত ফান্ড নিয়েও গণমাধ্যমে সংশয় প্রকাশ করা হয়। এই বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা ফিফার অনুদান নিয়মিতই পাচ্ছি। আজও একটি ফান্ড পেয়েছি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭