ইনসাইড গ্রাউন্ড

ফিফা র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ অবনমন ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2021


Thumbnail

ফিফা র‌্যাংকিয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় ফিফা এপ্রিল মাসের র‌্যাংকিং প্রকাশ করে। ফেব্রুয়ারির ১৮ তারিখের পর এই প্রথম র‌্যাংকিং প্রকাশ করলো বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। বাংলাদেশ সর্বশেষ র‌্যাংকিংয়ে ছিল ১৮৬ নম্বরে। দুই ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪ নম্বরে। যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল হেরেছে।

নেপালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা আগের মতোই ১৭১ নম্বরে আছে। তবে এক ধাপ নেমে ভারত এখন ১০৫ নম্বরে।

শীর্ষ ৬ দেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম ১, ফ্রান্স ২, ব্রাজিল ৩, ইংল্যান্ড ৪, পর্তুগাল ৫ ও স্পেন ৬। তবে ইতালি ৪ ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে উঠেছে ৭ এ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭