ওয়ার্ল্ড ইনসাইড

ইরাক থেকে সেনা প্রত্যাহারে বাগদাদ-ওয়াশিংটন একমত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2021


Thumbnail

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে বাগদাদ ও ওয়াশিংটন ঐকমত্যে পৌঁছেছে। এ বিষয়ে বুধবার দু’দেশ একটি যৌথ বিবৃতি দেয়। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের ভার্চুয়াল বৈঠকের পর এ বিবৃতি দেয়া হয়।

এতে বলা হয়েছে, ইরাক থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। মার্কিন সরকার মনে করছে, ইরাকি সেনাদের যুদ্ধ করার সক্ষমতা তৈরি হয়েছে।  

এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের আমলে ইরাক ও আমেরিকার প্রথম কৌশলগত আলোচনার পর সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা এটি। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরাকে শুধুমাত্র প্রশিক্ষণ দেয়ার জন্য কিছু সেনা থাকবে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরাক থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত সেনা প্রত্যাহার করা হয়েছিল কিন্তু ২০১৪ সালে ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে আবার সেসব সেনা ফিরিয়ে আনা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন করে কৌশল অবলম্বন করছে বাইডেন প্রশাসন। ইরাকে এখনও যুক্তরাষ্ট্রের ২৫ হাজার সৈন্য অবস্থান করছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭