কালার ইনসাইড

মুক্তির আগেই ৯০০ কোটি আয় `থ্রি আর` সিনেমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2021


Thumbnail

`বাহুবলী` খ্যাত পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমা `আরআরআর` বা `থ্রি আর`। বহুল আলোচিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রামচরণ তেজ, আলিয়া ভাট, এনটি রামা রাও জুনিয়র এবং অজয় দেবগন। 

সিনেমাটি মুক্তির আগেই বেশ মধুর সমস্যার সম্মুখীন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমার অবমুক্তির বাকি আরও মাসখানেক। এর আগেই নানা ওটিটি প্ল্যাটফরম এবং ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কাছে দারুণ চাহিদা তৈরি করেছে ‘আরআরআর’। এর জেরে মুক্তির আগেই ৯০০ কোটি রুপি আয় ঘরে তুলে নিল ছবিটি।

জানা গেছে, পেন স্টুডিওর কাছে বিক্রি হয়েছে সিনেমাটির সম্প্রচার এবং মিউজিক স্বত্ব। ভারতীয় গণমাধ্যমের বেশ কিছু প্রতিবেদন থেকে জানা যায়, `আরআরআর`-এর সম্প্রচার স্বত্ব এবং মিউজিক রাইটস মিলে পেন স্টুডিও’র কাছে বিক্রয় করা হয়েছে ৯০০ কোটি রুপিতে।

এরমধ্যে শুধু সিনেমাটির ভারতের প্রেক্ষাগৃহগুলোতে সম্প্রচার স্বত্বই বিক্রি হয়েছে ৫৭০ কোটি রুপিতে। পাশাপাশি ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ব আরো ৩০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। ২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে গানের স্বত্ব।

প্রসঙ্গত, `আরআরআর` সিনেমাকে ২০২১ সালের বক্স অফিস কাঁপানো সিনেমা হিসাবে বিবেচনা করা হচ্ছে। কারণ অনেকেই ধারণা করছেন `বাহুবলী`র পর এটি এস এস রাজামৌলির আরও একটি অসাধারণ সৃষ্টি হিসেবে ধরা দিবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭