ওয়ার্ল্ড ইনসাইড

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আয়োজনের কৃতিত্ব নিয়ে সমালোচনার মুখে লন্ডন হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2021


Thumbnail

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লন্ডনে আয়োজিত কয়েকটি অনুষ্ঠান আয়োজনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৬ ও ২৯ মার্চ পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বিবিপিআই১০০ নামের সংগঠন আলাদা উদ্যোগে লন্ডনের কয়েকটি ভবনে লাল-সবুজ আলোকসজ্জার ব্যবস্থা করে। উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। এসব কর্মসূচিতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কিন্তু হাইকমিশন পরে বিজ্ঞপ্তিতে এসব আয়োজনের অন্তত দুটিকে সরাসরি নিজেদের কর্মসূচি বলে দাবি করে। প্রকৃত আয়োজকদের নামই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি আয়োজন নিয়ে হাইকমিশনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ভুয়া ছবি প্রচার করায় তাদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। 

হাইকমিশন লন্ডনের অভিজাত বাণিজ্যকেন্দ্র ক্যানারি ওয়ার্ফের একটি ভবনে আলোকসজ্জা হওয়ার তিন দিন আগেই ভুয়া ছবি প্রচার করে তারা, এমন অভিযোগও উঠেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭