ইনসাইড গ্রাউন্ড

বিশাল ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2021


Thumbnail

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের জয় ৬ উইকেটে। ৯৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৩২ বল বাকি থাকতে।

আবারও দারুণ বোলিংয়ে নিজেদের মেলে ধরলেন রিতু মনি ও নাহিদা আক্তার। সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে আলো ছড়ালেন রাবেয়া খানও। বাকিটা সহজেই সারলেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং নারী দল।

পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে।

প্রতিপক্ষকে একশর নিচে আটকে রাখতে আগের ম্যাচের মতো আবারও ৩টি করে উইকেট নেন রিতু ও নাহিদা। রাবেয়ারও প্রাপ্তি ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৩৩.৩ ওভারে ৯২ (স্টেইন ১৯, ডের্কসেন ২, সাঙ্গাস ১১, ফে ০, বোস ৩০, সিনালো ১, জোন্স ০, অ্যান্ড্রুস ১৮, ফিগুয়েইরেডো ০, বানেটি ১, উইন্সটার ৫*; সালমা ৯-২-১৬-০, রিতু ৭.৩-১-১৬-৩, নাহিদা ১০-৩-২৫-৩, লতা ১-০-৭-০, রাবেয়া ৪-০-১৫-৩, সানজিদা ২-০-১১-০)

বাংলাদেশ ইমার্জিং নারী দল: (লক্ষ্য ৯৩) ২৮ ওভারে ৯৩/৪ (মুর্শিদা ৪৬, শারমিন ৩, নিগার ১৩, ফারজানা ১৬, রুমানা ২*, লতা ৬*; অ্যান্ড্রুস ৮-৩-২৩-১, ফিগুয়েইরেডো ৩-১-১২-০, উইন্সটার ৫-০-১৭-১, বানেটি ৪-০-১১-০, সাঙ্গাস ৭-০-২৩-১, জোন্স ১-০-৫-১)

ফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৬ উইকেটে জয়ী

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দল

ম্যান অব দা ম্যাচ: রাবেয়া খান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭