ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ সিরিজের আগে ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেবে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2021


Thumbnail

এ মাসেই মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগে ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন দেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বোর্ডের ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা বিষয়টি নিশ্চিত করেছেন।  

২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এর আগে ১১ এপ্রিল থেকে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া শুরু করবে লঙ্কান বোর্ড। শুধু মাত্র দুই ম্যাচের স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই এই ভ্যাকসিন আওতায় থাকবেন।

অর্জুনা ডি সিলভা দেশটির এক গণমাধ্যমে বলেন, `আমরা আশা করছি ক্রিকেটারদের ১১ এপ্রিলের মধ্যে করোনার ভ্যাকসিন দিয়ে দেব। স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়ে আমাদের সবুজ সংকেত দিয়েছে।`

এর আগে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন নিয়েছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। এবার ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা হতে যাচ্ছে দ্বিতীয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭