ইনসাইড আর্টিকেল

‘আসুন নোবেলের পাপ মোচন করি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/09/2017


Thumbnail

নরওয়ের পার্লামেন্ট বা STORTING এর সংখ্যালঘু নেতা জোনাস ঘার স্টোর বলেছেন ‘নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার এক কঠিন চ্যালেঞ্জ। এই পুরস্কারের গুরুত্ব এবং বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।’ কারো নাম না বলে সূচীর প্রতি ইঙ্গিত করে বলেন ‘এমন কাউকে এই পুরস্কার দেয়া উচিত নয়, যারা মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত। আলফ্রেড নোবেলের আত্মা আজ ক্ষত বিক্ষত।’ তিনি বলেন বড় দেশ ছোট দেশ বিচার না করে আসুন আমরা নোবেল কমিটিকে অনুরোধ করি সত্যিকারের ব্যক্তিকে যেন সম্মানিত করা হয়। নোবেল কমিটি যেন এমন কাউকে পুরস্কৃত করে যাতে শুধু নরওয়ে নয়, পুরো বিশ্ব যেন গর্বিত হয়। আজ শুক্রবার সকালে STORTING এর অধিবেশনে স্টোর এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে নরওয়ের পার্লামেন্টে চলমান আলোচনায় আজ তিনি এসব কথা বলেন। ত্রিশ মিনিট ব্যাপী বক্তৃতায় তিনি বাংলাদেশ এবং শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ‘শেখ হাসিনা রোহিঙ্গা শরনার্থীদের যেভাবে আশ্রয় দিয়েছেন তা বিশ্বমানবতার জন্য এক অনুপ্রেরণা। কিন্তু তাকে এবং বাংলাদেশকে মূল্যায়ন করতে গিয়ে আমরা যেন ছোট দেশ, গরীব দেশ এসব বিবেচনা না করি।’

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এই আলোচনায় লেবার পার্টির সদস্য ফ্রেডি ডি রুইটার, কনজারভেটিভ পার্টির সদস্য সেভিন হারবার্গ, কনজারভেটিভ নেতা ইনগান ফোস এ পর্যন্ত বক্তব্য রেখেছেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হলেও আলোচনায় বার বার নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি উঠে আসছে। শান্তি পুরস্কার নির্বাচনে রাজনীতির তীব্র সমালোচনা করা হচ্ছে। শুধু অং সান সূচী নয়, এমন সব ব্যক্তিকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে যা বিশ্ববাসীর কাছে নোবেল শান্তি পুরস্কারের মাহাত্ম এবং ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। ফোর্স সূচীর নাম নিয়েই বলেন ‘তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। আজ তাই তার অপরাধের দায়ও নোবেল শান্তি কমিটিকে নিতে হবে।’

ড. ইউনূসের নাম না নিয়ে সেভিন হারবার্গ বলেন ‘ক্ষুদ্র ঋণের জন্যও আমরা শান্তি পুরস্কার দিয়েছি। আজ স্পষ্ট টেলিনরের ব্যবসার জন্যই ঐ পুরস্কার দেয়া হয়েছিল। আসুন, এবার আমরা নোবেলের পাপ মোচন করি। এমন একজনকে শান্তি পুরস্কার দেয়ার জন্য কমিটিকে অনুরোধ করি, যার নির্বাচনকে বিশ্ববাসী স্যালুট করবে।’

আগামীকাল শনিবার এবং রোববার এই আলোচনা দুইদিনের জন্য পার্লামেন্টের আলোচনা বন্ধ থাকবে। সোমবার স্থানীয় সময় সকালে নরওয়ের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ট নেতা এমা স্লোবার্গ বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

ঐতিহ্যগত ভাবে নোবেল শান্তি পুরস্কারের আগে নরওয়ে পার্লামেন্টে বিশ্বশান্তি নিয়ে বিতর্ক হয়। মূলত: নোবেল কমিটিকে প্রভাবিত করতেই এই বিতর্ক আয়োজনের রীতি। আজকের বিতর্ক নোবেল কমিটির সদস্যরা গ্যালারীতে বসে বক্তৃতা শুনছেন।




বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭