ইনসাইড বাংলাদেশ

কঠোর লকডাউনে যা খোলা থাকবে, যা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/04/2021


Thumbnail

আগামী ১৪ এপ্রিল থেকে যে লকডাউন আসছে, সেই লকডাউনে শুধুমাত্র জরুরি সেবা ছাড়া সব কিছুই বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। ফলে মানুষের মাঝে ঢোয়াশা সৃষ্টি হয়েছে যে কি খোলা থাকবে আর কি বন্ধ থাকবে।

খোলা থাকা জরুরি সেবার মধ্যে রয়েছে, হাসপাতাল, ইন্টারনেট সেবা, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, সংবাদ পত্র, ওষুধের দোকান এবং অন্যান্য সেবা যেগুলোকে জরুরি ঘোষণা করা হবে। 

আর যা কিছু বন্ধ থাকবে, সরকারি-বেসরকারি সব ধরনের অফিস, সব ধরনের যানবাহন, দোকানপাট, হাট-বাজার, শপিংমলসহ সব ধরনের কেনাবেচার স্থানসমূহ।

এই লকডাউনে আরো কি কি ঘোষণা করা হবে সে ব্যাপারে একটি পূর্ণঙ্গ নির্দেশনা আগামী দুই একদিনের মধ্যেই মন্ত্রীপরিষদ বিভাগ জারি করবে বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭