ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে ১৯ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি জেলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার দায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা সরকারের আদালত।

শুক্রবার মায়াওয়াদ্দি টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭ জনের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এটাই এ ধরনের প্রথম রায়। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে টালমাটাল মিয়ানমার। দেশটিতে বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৬০০-র বেশি বিক্ষোভকারী প্রাণও হারিয়েছেন।

মায়াওয়াদ্দি টেলিভিশন জানিয়েছে, মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের নর্থ ওক্কালাপা জেলায় সেনাবাহিনীর ওই ক্যাপ্টেনের সহযোগীকে খুন করা হয়। জেলাটিতে মার্শাল ল’ জারি থাকায় সামরিক আদালত বিচার করতে ও রায় দিতে পারছে। তবে কবে ও কিভাবে সেনা কর্মকর্তার ওই সহযোগী খুন হয়েছিলেন তার বিস্তারিত এখনও জানা যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭