ইনসাইড গ্রাউন্ড

ম্যাক্সওয়েলকে পেয়ে পাঞ্জাবকে আলিঙ্গন করতে চায় আরসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

পাঞ্জাবের জার্সিতে গ্লেন ম্যাক্সওয়েল গত মৌসুমে বিবর্ণ ছিলেন৷ আর আইপিএল ২০২১ এর প্রথম ম্যাচেই জ্বলে ওঠলেন। তাঁর নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) জার্সিতে মাঠ কাঁপানো পারফরম্যান্স করলেন৷ গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ১০০ মিটারের ছক্কা, বল গেল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের বাইরে। আর তাইতো ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়ার জন্য পাঞ্জাবকে আলিঙ্গন করতে চাইছে আরসিবি। তবে সামাজিক দূরত্বের জন্য সম্ভব হচ্ছে না। ম্যাক্সওয়েল ইস্যুতে দুই ফ্র‍্যাঞ্চাইজির টুইটারে হাস্যরস।

গত মৌসুমের খরা কাটানোর ইঙ্গিত প্রথম ম্যাচেই দিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল৷ আগের আসরে পাঞ্জাব কিংসের জার্সিতে ১৩ ম্যাচে মাত্র ১০৮ রান করেছিলেন তিনি৷ ব্যাট হাতে একটাও ছক্কা মারতে পারেননি৷ এবার তাঁকে ১৪.২৫ কোটিতে কিনে নেওয়াটা যে আরসিবি ভুল করেনি প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি৷ ১০০ মিটারের বিশাল ছক্কায় স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন ম্যাক্সওয়েল। মাত্র ২৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি চার ও ২ টি বিশাল ছক্কায়৷

আইপিএল ২০২১ এর উদ্বোধনী ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কা হাঁকানো দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটারে পাঞ্জাব কিংসকে মেনশন দিয়ে লিখে, ‘রেড এবং গোল্ডের হয়ে প্রথম ম্যাক্সি-মাম এবং তিনি হিট করে চেন্নাইয়ের বাহিরে ফেললেন! ধন্যবাদ পাঞ্জাব কিংস, সামাজিক দূরত্ব না থাকলে আমরা আপনাকে আলিঙ্গন করতাম।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭