লিট ইনসাইড

নির্ধারিত সময়ের দুই দিন আগে শেষ হচ্ছে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিলো এবারের বইমেলা। কিন্তু নির্ধারিত এই সময়ের দুই দিন আগে আগামী ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ হচ্ছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের বরাত দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন৷

করোনা ভাইরাস মহামারির কারণে বইমেলা প্রায় দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়। শুরু হওয়ার পরও করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১ এপ্রিল থেকে মেলা বিকেল তিনটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়৷ এরপর ৫ এপ্রিল থেকে করোনা মহামারিতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও বন্ধ হয়নি অমর একুশে বইমেলা। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাবেশ এড়িয়ে চলছে বইমেলার কার্যক্রম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭