ইনসাইড সাইন্স

আইফোন ৮-এর বিশেষ ছয় ফিচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2017


Thumbnail

বিশ্বজুড়ে গতকাল শুক্রবার থেকে নতুন আইফোন (আইফোন-৮ এবং আইফোন-৮ প্লাস) সরবরাহ শুরু করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। গতবারের মতো এবারও অগ্রিম বুকিং নেওয়ার এক সপ্তাহ পর থেকেই নতুন আইফোন সরবরাহ শুরু হলো।

কী আছে নতুন আইফোনে, কী এর বিশেষত্ব- এসব আলোচনা ঘুরপাক খাচ্ছে আইফোন ব্যবহারকারীদের মধ্যে। আইফোন ৮ ও ৮ প্লাস-এর বিশেষ ছয় ফিচার সম্পর্কে জানাতেই এই প্রতিবেদন।

১. আইফোন ৮-এ আছে সম্পূর্ণ নতুন নকশার ক্যামেরা। ফোনের পেছনে আছে দুটি ক্যামেরা। একটি রেগুলার বা সাধারণ ক্যামেরার কাজ করবে। অন্যটি টেলিফোটো লেন্স সুবিধাযুক্ত, যেটা পোট্রেট ও ক্লোজ আপ ছবি তুলতে সহায়ক হবে।

২. অ্যাপলের নতুন এই আইফোন সংস্করণে আছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। তবে গ্যালাক্সি ৮-এর মতো অতো তাড়াতাড়ি চার্জ হবে না।

৩. আইফোন ৮-এর ব্যবহারকারীরা টাচ আইডি ব্যবহার করার সুযোগ পাবেন। টাচ আইডি ব্যাক কভারে অ্যাপল লোগোর সঙ্গেই পাবেন।

৪. নতুন সফটওয়্যার আইওএস ১১-তে যেমন আর্টিফিশিয়াল রিয়েলিটি এপিআই ব্যবহার করা হয়েছিল, তেমনি নতুন আইফোন ৮-এ-ও ৮ প্লাসে এই নতুন সফটওয়্যারই ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এ-১১ প্রসেসর যুক্ত করা হয়েছে।

৫. আইফোন ৮-এ আছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রয়োজনে ব্যবহারকারীরা অতিরিক্ত তিন জিবি যার্ম বা অতিরিক্ত স্পেসও ব্যবহার করতে পারবেন।

৬. অ্যাপলের নতুন এই মুঠোফোনে আছে বিশেষ এক অ্যাপলিকেশন। যার মাধ্যমে ‘ফেস রেকগনিশন’ বা চেহারা শনাক্তকরণ সম্ভব হবে। এর অত্যাধুনিক সেন্সর কম আলোতেও যে কারো মুখের অবয়ব শনাক্ত করতে পারবে।

বাংলা ইনসাইডার/আরজে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭