ওয়ার্ল্ড ইনসাইড

এবার পাল্টা আক্রমণে মিয়ানমারের ১০ পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরোধিতাকারী নৃতাত্ত্বিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা থানায় হামলা চালিয়ে অন্তত ১০ পুলিশ সদস্যকে হত্যা করেছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। একটি গোষ্ঠীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে জান্তা সরকার। তখন থেকে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৬৬৯ জন নিহত হয়েছেন। হত্যা বন্ধ না হলে গত মাসে সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের হুমকি দেয় মিয়ানমারের তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোরে শান প্রদেশের নংমোন পুলিশ স্টেশনে হামলা চালায় তারা। স্থানীয় সংবাদমাধ্যম শান নিউজ জানিয়েছে, এই হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। 

তবে থানায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি জান্তা সরকার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭