ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে একদিনে করোনা শনাক্ত ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

সংক্রমণের নতুন রেকর্ড ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের পরিমাণ। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন, এনডিটিভি জানায় এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।

টানা চতুর্থ দিনের মতো ভারতে এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। 

সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারতজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহারাষ্ট্রে লকডাউন চলছে। রাতে কারফিউ জারি রয়েছে। দিল্লিতে সব স্কুল ও কলেজ পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকারও আগামী সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭