ওয়ার্ল্ড ইনসাইড

`মোদি-অমিত শাহের হাতে রক্ত লেগে আছে`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

ভারতের কোচবিহারের শীতলকুচি ও মাথাভাঙার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও`ব্রায়েন।

তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রাজ্যের ডিজি এবং এডিজি-কে বদল করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি কোচবিহারের এসপি-কেও সরিয়ে দেওয়া হয়। তার পরেই এই ঘটনা ঘটায় পুলিশের শীর্ষ স্তরে এই রদবদলকে নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।

ট্যুইটারে ডেরেক ও ব্রায়েন লিখেছেন, নিয়ম মেনে লড়াই করে যখন আমাদের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ হয়ে এখন গুলি করে মারছেন?` মোদি-শাহকে ইঙ্গিত করে এর পর ডেরেক বলেছেন, `আপনাদের নির্দেশেই সম্প্রতি রাজ্যের ডিজি, এডিজি এবং যেখানে এই হত্যাকাণ্ড হয়েছে সেখানকার পুলিশ সুপারকে বদল করেছে নির্বাচন কমিশন। আপনাদের দু`জনের হাতেই রক্ত লেগে আছে। কিন্তু আপনারা এর সঙ্গে অভ্যস্ত।

উল্লেখ্য, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। নিহতদের নাম হামিদুল হক, সামিয়ুল হক, মনিরুল হক, নুর আলম। সকালে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও একজনের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭