ইনসাইড গ্রাউন্ড

পর্দা নামল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

পর্দা নামল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমস সমাপ্তি হয়। করোনাবৃদ্ধির জন্য গেমসে অংশগ্রহণকারী অ্যাথলেটদের আনেননি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে গেমসের সমাপনী ঘোষণা করেন। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়া বান্ধব। বঙ্গবন্ধুর নামে গেমসের নামকরণ করায় আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানাই। বাংলাদেশ গেমসের এই সফল আয়োজন বাংলাদেশ সরকারের একটি বিশেষ অর্জন।’

বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘সফলভাবে গেমস শেষ হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমরা আশা করি একদিন বাংলাদেশ অলিম্পিকে পদক জিতবে। বর্তমান সরকার খেলার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

বক্তব্যের পর ভিডিও চিত্রের মাধ্যমে গেমসের ১০ দিনের কার্যক্রম তুলে ধরা হয়। এরপর কয়েক মিনিটের আতশবাজি ও লেজার শোর প্রদর্শন করা হয়। এরপর গেমসের মশাল নিভিয়ে দেয়া হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭