ওয়ার্ল্ড ইনসাইড

মাস্ক ছাড়াই করোনা তাড়ানোর প্রার্থনা বিজেপি নেত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2021


Thumbnail

গোটা ভারতজুড়ে করোনায় যখন ভয়াবহ রুপ নিয়েছে তখন বিজেপি মন্ত্রীর কাণ্ডকারখানায় অবাক সবাই। করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে মধ্যপ্রদেশ সরকারের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ঊষা ঠাকুর বিমানবন্দরে মাস্ক ছাড়াই প্রার্থনা করলেন। এই প্রার্থনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

সেখানে দেখা যাচ্ছে, করোনা তাড়ানোর জন্য পুজোর আয়োজন করা হয়েছে। বিমানবন্দরে থাকা দেবী আহিল্যা বাই হোলকারের মূর্তির সামনে বসেই করোনা তাড়ানোর জন্য আরতি শুরু করেন মন্ত্রী। সেখানে বসে হাতে তালি দিয়ে মূর্তির সামনে মন্ত্র পড়া শুরু করেন, গান গাইতে থাকেন মন্ত্রী। বিমানবন্দরের ডিরেক্টর আর্যমা সন্ন্যাস ও বিমানবন্দরের অন্য কর্মীরাও সেখানে এসে উপস্থিত হন। পুজোয় অংশগ্রহণ করেন। বিমানবন্দরের কর্মীদের মুখে মাস্ক থাকলেও কিন্তু মাস্ক ছিল না স্বয়ং মন্ত্রীর মুখে।

তবে মন্ত্রীর এমন কাণ্ড এবারই প্রথম নয়। এর আগে, জনসভাতেও একাধিকবার মাস্ক ছাড়াই দেখা গেছে ঊষা ঠাকুরকে। এমনকি বিধানসভা অধিবেশন চলাকালীনও তাকে মাস্ক পরতে দেখা যায়নি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭