ইনসাইড আর্টিকেল

তেল খাঁটি নাকি ভেজাল চিনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/04/2021


Thumbnail

কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বাজারে ভেজাল জিনিসে ভরে গেছে। কিছু কিনতে গেলেই মনের মধ্যে প্রশ্ন জাগে এই পণ্যটি কি ভেজালমুক্ত? আমি ঠকে যাচ্ছিনাতো? তেমনি নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে তেল। বিশেষ করে আমরা রান্নার কাজে যেসব তেল ব্যবহার করি তার মধ্যে সরিষার তেল অন্যতম। তবে শুধু খাওয়ার জন্যই নয়, এই তেল ব্যবহার করা হয় আরও অনেক কাজে। ত্বক ও চুলের যত্নেও সরিষার তেলের ব্যবহার করেন অনেকে। আর সরিষার তেলের দামটাও কিন্তু কম নয়। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের মূল্য এখন ঊর্ধ্বমুখী। কষ্টের টাকা নষ্ট করে ভেজাল খাবার কেনার আগে এটি চিনতে পারা জরুরি। তাছাড়া খাবার তৈরিতে সরিষার তেলের পাশাপাশি জলপাই ও নারিকেল তেলও ব্যবহার করা হয় অনেক সময়। চলুন জেনে নেওয়া যাক জিভাবে চিনবেন খাঁটি-ভেজাল সরিষার তেল-

ফ্রিজিং পরীক্ষা
প্রথমে অন্তত এককাপ সরিষার তেল নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে দুই-তিন ঘণ্টা। এরপর সেই তেলের কাপ বের করে নিন। যদি তেলের উপরে সাদা রং জমে ভাসতে থাকে তবে বুঝে নেবেন এই তেল মোটেই খাঁটি নয়, ভেজালযুক্ত। এই তেল রান্না বা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না।

আঙুলের সাহায্যে পরীক্ষা
আপনার ব্যবহৃত সরিষার তেল খাঁটি কি না তা বোঝার জন্য আঙুলের সাহায্যে পরীক্ষা করতে পারেন। আপনার হাতের তালুতে কিছুটা তেল নিয়ে ভালোভাবে ঘষুন। কিছুক্ষণ ঘষার পরে যদি অন্যরকম কোনো গন্ধ বা রঙের অস্তিত্ব পান তবে বুঝে নেবেন এই তেল খাঁটি নয়। এতে যোগ করা হয়েছে চিটচিটে কোনো পদার্থ।

রং পরীক্ষা
সরিষার তেল খাঁটি কি না তা বোঝার জন্য এই পরীক্ষাও একটি কার্যকরী উপায়। সেজন্য প্রথমে একটি টেস্ট টিউবে পাঁচ মিলি সরষের তেল নিতে হবে। এরপর তাতে যোগ করুন পাঁচ মিলি নাইট্রিক অ্যাসিড। যদি আপনার ব্যবহৃত তেল খাঁটি হয় তবে রং অপরিবর্তিত থাকবে। আর যদি ভেজালযুক্ত হয় তবে অ্যাসিড লেয়ারের রঙ কমলা-হলুদ থেকে লাল হবে।

জলপাই তেলের পরীক্ষা
বিভিন্ন খাবার তৈরি এবং ত্বকের যত্নে ব্যবহৃত হয় জলপাই তেল। এই তেলে ভেজাল রয়েছে কি না তা বোঝার জন্য প্রথমে একটি কাঁচের জারে দুই-চার টেবিল চামচ জলপাই তেল নিন। এরপর জারের মুখ ভালোভাবে আটকে দিন। জারটি অন্তত চব্বিশ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। যদি তেল হিমশীতল হয় তবে বুঝে নেবেন জলপাই তেল পুরোপুরি খাঁটি ও ভেজালমুক্ত।

নারিকেল তেলের পরীক্ষা
নারিকেল তেল খাঁটি কি না তা বোঝার জন্য প্রথমে একটি স্বচ্ছ কাঁচের পাত্রে খানিকটা তেল নিন। এবার সেই পাত্র ফ্রিজে রাখুন অন্তত আধঘণ্টার জন্য। ফ্রিজে রাখার পর তেল জমে যাবে। আর যদি নারিকেল তেলে কোনোরকম ভেজাল থাকে তবে তেলের ভেতরে আলাদা স্তর দেখতে পাবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭