ইনসাইড ইকোনমি

রেকর্ডের পর শেয়ারবাজারে প্রত্যাশিত মূল্য সংশোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2017


Thumbnail

আগের দুই সপ্তাহে সূচক, লেনদেন ও বাজার মূলধনে রেকর্ড ভাঙ্গা গড়ার খেলার পর, গত সপ্তাহে মুল্য সংশোধন হয়েছে শেয়ারবাজারে।আর একে প্রত্যাশিত ও স্বাভাবিক মূল্য সংশোধনই বলছেন বাজার সংশ্লিষ্টরা।তারা বলছেন, এক মাসেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বাড়ছিল সূচক ও লেনদেন।এতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারেই অতি মূল্যায়িত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা দূর হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ সব ক’টি সূচকসহ লেনদেন কমেছে।গেল সপ্তাহে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে ২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক কমেছে ২৭ পয়েন্ট।লেনদেন হয়েছে ৬ হাজার ১০৫ কোটি ২৪ লাখ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে দশমিক ৯৬ শতাংশ কম।সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ২৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।

এই সপ্তাহে ডিএসইতে দর বাড়ার শীর্ষে উঠে আসে রূপালী ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।তালিকায় এরপর রয়েছে উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।এদিকে গেল সপ্তাহে দর পতনের শীর্ষে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস । আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৫০ শতাংশ।তালিকায় এরপর রয়েছে মুন্নু সিরামিক এবং দুলামিয়া কটন স্পিনিং মিলস ।

অন্যদিকে, গত সপ্তাহে মোট লেনদেনের ৯১ দশমিক ৪২ শতাংশ হয় এ ক্যাটাগরির, ৪ দশমিক ৬৩ শতাংশ বি ক্যাটাগরির, ২ দশমিক ৪৩ শতাংশ এন এবং ১ দশমিক ৫২ শতাংশ জেড ক্যাটাগরির কোম্পানির দখলে।

আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও খাতওয়ারি লেনদেনে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। ডিএসইতে মোট লেনদেনের ৪৫ শতাংশই এই খাতের। পুরো সপ্তাহে ব্যাংক খাতে ৫১৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।মোট লেনদেনে ১১ শতাংশ অবদান রেখে দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত।আর আর্থিক খাত ৮ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া লেনদেনে প্রকৌশল , জ্বালানি ও বিদ্যুৎ, ওষুধ ও রসায়ন , সিমেন্ট, বিবিধ ও সাধারণ বিমা খাতের আধিপত্য দেখা যায়।

বিদায়ী সপ্তাহে দর কমেছে ১৮ খাতে আর দর বেড়েছে মাত্র ২ খাতে। এ সময় সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক খাতে। এই খাতে ৪ দশমিক ৭৯ শতাংশ দর কমেছে। এরপরে আইটি খাতে ৩ দশমিক ৩০ শতাংশ এবং প্রকৌশল খাতে ২ দশমিক ৯৫ শতাংশ দর কমেছে।অন্যদিকে ব্যাংক খাতে ২ দশমিক ৮৭ শতাংশ ও জীবন বিমা খাতে ১ দশমিক ৩২ শতাংশ দর বেড়েছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্য সূচক কমেছে ০.৫৯ শতাংশ।আর লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭