ওয়ার্ল্ড ইনসাইড

ভুটানে ৯৩ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনার টিকা পেল ১৬ দিনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/04/2021


Thumbnail

করোনাভাইরাসের টিকাদানে অনেক উন্নত দেশ থেকে এগিয়ে আছে ভুটান। কম জনসংখ্যা ও সঠিক ব্যবস্থাপনার ফলে দেশটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহারাইনসহ বিশ্বে টিকাদানে এগিয়ে থাকা অন্যান্য রাষ্ট্রকে পেছনে ফেলেছে। 

দেখা যাচ্ছে যে, ভুটানের সফলতা দেশটিকে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে তুলে ধরছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো; যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর তাদের বর্তমান টিকাদানের হারে পৌঁছাতে কয়েক মাস সময় লেগেছে, সংক্রমণ সংখ্যা বৃদ্ধির মধ্যে কঠোর পরিশ্রম করতে টিকাদান চালিয়ে যেতে। তারপরও, তাদের জনসংখ্যার অনেকেই এখনও ভ্যাকসিনের ডোজ পাননি।

ভুটানের গল্পটা কিন্তু একেবারেই আলাদা, ভারত ও চীনের মধ্যকার হিমালয় অঞ্চলের এই ছোট্ট দেশটি টিকা কর্মসূচি শুরু হওয়ার মাত্র ১৬ দিনের মধ্যেই লক্ষ্য অর্জনের পথে। গেল মার্চে শুরু হওয়ার পর এ পর্যন্ত ৯৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনসংখ্যা টিকা পেয়েছেন সেখানে। সব মিলিয়ে মোট ৮ লাখ জনসংখ্যার ৬২ শতাংশকে টিকা দিতে পেরেছে স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।

অতিদ্রুত টিকা বণ্টনের এই সাফল্যে সেশেলসের পর স্থান পেয়েছে ভুটান। সেশেলসে এক লাখ অধিবাসীর ৬৬ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। 

কম জনসংখ্যা ভুটানের অগ্রগতির প্রধান কারণ। তবে নাগরিক সমাজের স্বেচ্ছাসেবীরা এর পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাছাড়া, দুর্গম ভৌগোলিক অবস্থান ও সম্পদের স্বল্পতা নিয়েও ভ্যাকসিন সংরক্ষণ ও বণ্টনের জন্য দরকারি একটি কার্যকর হিমচক্র ব্যবস্থা গড়ে তুলেছিল ভুটান সরকার।

সূত্র: ব্লুমবার্গ, এপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭