ইনসাইড গ্রাউন্ড

মুস্তাফিজকে দলে রেখে বোলিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/04/2021


Thumbnail

আইপিএল ২০২১ এর চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং কিংস পাঞ্জাব। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন।

রাজস্থান একাদশে আছেন মুস্তাফিজুর রহমান। রাজস্থানের হয়ে আইপিএল অভিষেক হল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। এর আগে আইপিএলে হায়দ্রাবাদের হয়ে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। সেখানে দুই মৌসুম কাটানোর পর পাড়ি জমান মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে ২০২১ সালের আইপিএল অকশনে দি ফিজকে লুফে নেয় রাজস্থান রয়েলস। আর আজ অভিষেক হল বাংলাদেশী এই পেসারের। 

৮ দিন আগে নিউজিল্যান্ড সফর শেষ করে বাংলাদেশ হয়ে ভারতের মুম্বাই গিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৭ দিনের কোয়ারেন্টাইন শেষ করে পরের দিনই নেমে পড়লেন আইপিএল যুদ্ধে। এর আগে ইনজুরির কারণে আইপিএল থেকে অনেকটাই ছিটকে গেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। যার কারণেই রাজস্থানের একাদশে সহজেই সুযোগটা পেয়ে গেলেন মুস্তাফিজুর।

রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), মনান ভোহরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পারাগ, শিবাম ডুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।

পাঞ্জাব কিংস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মুরুগান আশ্বিন, রিলে মেরিডিথ, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭