ইনসাইড গ্রাউন্ড

বিবর্ণ মোস্তাফিজ, রান পাহাড়ের সামনে রাজস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/04/2021


Thumbnail

রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচটা রাঙাতে পারল না মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের তৃতীয় ওভারে দীপক হুদার ক্যাচটা নিতে পারতেন জশ বাটলার তবে অন্যরকম হতে পারত অভিষেকটা। ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান, ছিল ৩টি ওয়াইড আর ১টি নো বল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ ম্যাচে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। টস ভাগ্য জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে চেতন সাকারিয়ার শিকার হয়ে ১৪ রান করে ফেরে মায়াঙ্ক আগারওয়াল। এরপর ক্রিস গেইল-লোকেশ রাহুলের জুটিতে আসে ৬৭ রান।

গেইল ২৮ বলে ৪০ রান করে ক্যাচ দেন রায়ান পরাগের বলে। এরপর রাজস্থান বোলারদের উপর চার-ছয়ের ঝড় উঠান দীপক হুদা আর লোকেশ রাহুল। দীপক ২৮ বলে চারটি চার আর ছয়টি ছয়ে ৬৪ রান তুলে বিদায় নেন ক্রিস মরিসের বলে ক্যাচ দিয়ে। তবে শেষ পর্যন্ত ৫০ বলে ৯১ রানের ইনিংস খেলে পাঞ্জাবকে ২২১ রানের বিশাল সংগ্রহ এনে দেন লোকেশ রাহুল।

রাজস্থানের হয়ে ৩টি উইকেট নেন চেতন সাকারিয়া, ২টি নেন ক্রিস মরিস ও ১টি উইকেট নেন রায়ান পরাগ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭