ইনসাইড গ্রাউন্ড

৪ ওভার বল করেও উইকেট শূন্য মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/04/2021


Thumbnail

গত মৌসুমে আইপিএলের নিলাম থেকে তাকে দলে নেয়নি কেউ। পরে অবশ্য প্রস্তাব এসেছিল মুস্তাফিজুর রহমানের কাছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওই আইপিএলে যাননি তিনি। এক মৌসুম পর এবার রাজস্থান রয়্যালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে এই টুর্নামেন্টে প্রত্যাবর্তন হয়।

আসর শুরুর আগে রাজস্থান একাদশে মুস্তাফিজ থাকবেন কি না, এ নিয়ে আলোচনা হয়েছে অনেক। কিন্তু আইপিএলের ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে তাকে ঠিকই একাদশে রাখে রাজস্থান। যদিও তার প্রতিদানটা ভালোভাবে দিতে পারেননি তিনি। ৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ।

পাঞ্জাব ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন সাঞ্জু স্যামসান। ওই ওভারের দ্বিতীয় বলেই উইকেট পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশি এই পেসারের। তার ইনসুইংগার লেগেছিল মায়াঙ্ক আগারওয়ালের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করলেও রিভিউ নেয়নি রাজস্থান। পরে রিপ্লেতে দেখা যায় সেটা নিলে উইকেট পেতেন মুস্তাফিজ। ওই ওভারে এক বাউন্ডারিসহ ১১ রান দেন তিনি।

নিজের দ্বিতীয় ওভারটা বেশ ভালো করেন দ্য ফিজ। ওই ওভারে দুইটি ডট বল দিয়ে আট রান দেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭