ইনসাইড বাংলাদেশ

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/04/2021


Thumbnail

সারাদেশে আগামীকাল ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। এর ফলে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। তাতেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকেই দেখা যায় এই চিত্র।

শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বলেছে, ফেরিতে যাত্রীদের অতিরিক্ত চাপ। মনে হচ্ছে যেন আজ বাদে কাল ঈদ। এই চাপ সামলাতে তাদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কঠোর লকডাউনের ঘোষণার ফলে শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণ অঞ্চলের বহু মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন। গত দুইদিন যাবত এই ঘাটে যাত্রীদের অনেক ভিড়। কিন্তু আজ মঙ্গলবার যাত্রীদের চাপ গত দুদিনের ঈদের সময়ের চাপও ছাড়িয়ে গেছে। ঘাট ও সড়কে পারাপারের অপেক্ষায় আছে প্রায় নয় শতাধিক যানবাহন।

এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ যাতায়াত বন্ধ আছে। সরকারি ঘোষণা অনুযায়ী, স্পিডবোট বন্ধ থাকার কথা থাকলেও তা চলছে। স্বাভাবিক সময়ে ট্রলারে অল্পস্বল্প যাত্রী পারাপার করা হলেও গতকাল ট্রলার বোঝাই করে পদ্মা নদী পাড়ি দিচ্ছিলেন চালকেরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭