ইনসাইড পলিটিক্স

আসলামুল হকের মৃত্যু: ঢাকা-১৪ আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/04/2021


Thumbnail

আসলামুল হক আসলামের মৃত্যুতে ঢাকা-১৪ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনেও (ইসি) পাঠানো হয়েছে। তবে করোনা পরিস্থিতির অবনতির কারণে শূন্য আসনটিতে নির্বাচন নিয়ে কোনো নথি খোলেনি সংস্থাটি।

সংসদ সচিবালয়ের ‘দায়িত্বপ্রাপ্ত সচিব’ মো. নূরুজ্জামান প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে-বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মো. আসলামুল হক গত ৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, আমরা গেজেটটি পেয়েছি। কিন্তু নির্বাচনের জন্য ঢাকা-১৪ আসনের কোনো ফাইল ওপেন করা হয়নি।

সংবিধান অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে, আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে দ্বৈব-দুর্বিপাকজনিত কারণে সেই নব্বই দিনের পরে আরো নব্বই দিন সময় নিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭