ইনসাইড বাংলাদেশ

বারবার সিদ্ধান্ত বদল: প্রশ্নবিদ্ধ লকডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/04/2021


Thumbnail

আগামীকাল থেকে শুরু হচ্ছে ৭ দিনের লকডাউন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই লকডাউন হবে কঠিন এবং কঠোর। লকডাউন নিয়ে বিভিন্ন রকম মন্ত্রীর কথাবার্তা বলছেন। কিন্তু গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। এ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন কয়েক দফা পরিবর্তন হয়েছে। সর্বশেষ পরিবর্তন হলো ব্যাংক খোলার সিদ্ধান্ত।

গতকাল প্রজ্ঞাপনে বলা হয়েছিল সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বাণিজ্যিক ব্যাংকও বন্ধ থাকবে। কিন্তু আজ সন্ধ্যায় সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানানো হলো। গতকাল কেবল গার্মেন্টস এবং শিল্প কারখানা খোলার কথা বলা হয়েছিল। এখন নতুন সংশোধনীতে আবাসন গৃহ নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ করারও অনুমতি দেওয়া হলো। এরকম একের পর এক সিদ্ধান্তের ফলে এবং বিভিন্ন সেক্টর উন্মুক্ত করে দেয়ার ফলে শেষ পর্যন্ত এই লকডাউন বজ্র আঁটুনি ফসকা গেরোতে পরিণত হয় কিনা সেটাই দেখার বিষয়। গতবারও লকডাউনের পর বিভিন্ন মহলের চাপে বারবার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছিল। এবারও লকডাউনের আগেই সিদ্ধান্ত পরিবর্তনের ধুম পড়েছে। তাই শেষ পর্যন্ত এই লকডাউন কতটুক কার্যকর হবে এবং মানুষ কতটা মানবে সেটাই দেখার বিষয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭