ওয়ার্ল্ড ইনসাইড

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/04/2021


Thumbnail

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ঘোষণা করতে যাচ্ছেন, হোয়াইট হাউজের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো, বলছে বিবিসি।

গত বছর তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় সাবেক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছেন ১ মে’র সময়সীমা পূরণ করা কঠিন হবে।

নতুনভাবে সেনা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে ২০০১ সালের হামলার ঘটনার ২০তম বার্ষিকীকে লক্ষ্য করে।

আফগানিস্তানে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭