ওয়ার্ল্ড ইনসাইড

বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/04/2021


Thumbnail

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে এক বাণী দেন দেশটির প্রধানমন্ত্রী। তাঁর দেওয়া বাণীর শুরুতেই ইংরেজি হরফে লেখা ‘শুভ নববর্ষ’। 

তিনি বলেন, ‘শুধু বাৎসরিক একটি উৎসবের চেয়েও বাংলা নববর্ষ বাঙালিয়ানার উদ্‌যাপন হয়ে গেছে। এ উদ্‌যাপন নিজের সংগীত আর নৃত্যের, ভাষা আর ভোজনের, ঐতিহ্য আর পোশাকের। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাঙালিদের সঙ্গে আমরাও এ উপহার উপভোগ করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ডাব্বো থেকে ডারউইন, পয়লা বৈশাখের উৎসব সবাইকে এক করে। তবে চলমান কোভিড-১৯ বিধিনিষেধের কারণে এ বছরও বেশি মানুষ একত্র হয়ে উৎসব উদ্‌যাপন করা সম্ভব হচ্ছে না। তবে যাঁরা পরিবার-পরিজন, প্রতিবেশী, কমিউনিটি এবং দেশের কথা ভেবে নিরাপদে থাকছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭