কালার ইনসাইড

কাবিলার মুক্তি চেয়ে ছাত্রলীগ নেতার পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/04/2021


Thumbnail

বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক `ব্যাচেলর পয়েন্ট` । ৩ টি সিজনে ৭৯ পর্বে এসে ধারাবাহিকটি শেষ হলো। শেষ পর্ব বেশ আলোচিত হয়েছে। কেননা শেষ পর্বে এই ধারাবাহিকের অত্যন্ত আলোচিত চরিত্র কাবিলা গ্রেপ্তার হয়েছেন। আর এই গ্রেপ্তার মানতে পারছেন না নাটকটির দর্শকেরা। এই মানতে না পারার দলে শুধু সাধারণ দর্শক নয়, নামী দামি মানুষ রয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ফেসবুকে কাবিলার নিঃশর্ত মুক্তি চেয়ে পোস্ট দিয়েছেন। ফেসবুকে লিখেছেন, `কাবিলার নিঃশর্ত মুক্তি চাই।` সঙ্গে যুক্ত করে দিয়েছেন কাবিলার গ্রেপ্তারের ছবি। পোস্টের মন্তব্য বাক্সে অসংখ্য ছাত্রলীগ কর্মী এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কাবিলার মুক্তি পেয়েছেন, এমনকী আগামীদিনের নোয়াখালীর এমপি হিসেবেও আখ্যায়িত করছেন।

এদিকে আরেক ছাত্রলীগ নেতা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক কাইজার রনিও কাবিলার মুক্তি দাবি করেছেন। তিনি ফেসবুকে মুক্তি চেয়ে লিখেছেন, `কাবিলার মুক্তি চাই। দিতে হবে। ব্যাচেলর পয়েন্ট এ কাবিলাকে লাগবে। হোক প্রতিবাদ।`

সাধারণ দর্শকেরাও কাবিলার মুক্তি দাবি করছেন, এজন্য ফেসবুকে হুমকি ধামকি মামলার পোস্টও দিচ্ছেন। তবে কাবিলা আর মুক্তি পাচ্ছে না সহসাই। কেননা ব্যাচেলর পয়েন্টের নতুন কোনো পর্ব আসছে না আর। কাবিলা মুক্তি পাবে কি না এর উত্তরে কাজল আরেফিন অমি বলেন, `আসলে ব্যাচেলর পয়েন্ট তো শেষ হয়ে গেছে, যার ফলে কাবিলার মুক্তির প্রশ্নই আসে না। ভবিষ্যতে দেখা যাক।`

এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মারজুক রাসেল, চাষি আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা, তুর্যসহ অনেকে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭